প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২১ জুন,,
শুক্রবার ২১ জুন গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। যোগা দিবসে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন স্থানে যোগ ব্যায়ামের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী, আমলা উপস্থিত হয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাথে নিয়ে যোগ চর্চা করেন। রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিশ্ব যোগা দিবস। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা । যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল । পদ্মশ্রী দীপা কর্মকার। সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিক এবং স্কুলের ছাত্রছাত্রীরা।
বিশ্ব যোগা দিবসে আগরতলায় আসাম রাইফেল সেক্টরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু । তিনি আসাম রাইফেলের আধিকারিকদের সঙ্গে উপস্থিত থেকে যোগা করেন।
বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয় এন.এস.আর.সি.সি হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পদ্মশ্রী দীপা কর্মকার, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, সহ ছাএ-ছাএীরা।
এদিন সকালে প্রাচ্যভারতী স্কুলে বিশ্ব যোগা দিবসের আয়োজন করে ৯ নং বনমালীপুর মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমালীপুরের অভিভাবক তথা ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য , বিজেপি প্রচার সম্পাদক নব্যেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা।এছাড়াও বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন, সরকারি প্রতিষ্ঠানে উদ্যোগে সেদিন যোগা দিবস পালিত হয়।