Home ত্রিপুরার খবর আগরতলা খবর মোদি জমানায় দেশের সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হচ্ছে ! রাজ্য সফরে এসে দাবি...

মোদি জমানায় দেশের সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হচ্ছে ! রাজ্য সফরে এসে দাবি করলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক

0

আগরতলা,,১ মে ২০২৩,,

দীর্ঘ সি পি আই শাসনে রাজ্যে ওয়াকফের তালিকায় বাদ পড়া (জবরদখল হওয়া) সাত শতাধিক সংখ্যালঘুদের ধর্মীয় ভূমি সরকারিভাবে নথিভুক্ত করনের উদ্যোগ নেবে ত্রিপুরার বিজেপি সরকার। আগরতলায় এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং সংখ্যালঘু মন্ত্রীর সাথে আলোচনার পর এই বিষয়টি সাংবাদিকদের কাছে জানান বিজেপি সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুফি ডাঃ এম কে চিস্তি ।

ডাক্তার চিস্তি গুজরাটের সংখ্যালঘু ফিন্যান্স ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। পাশাপাশি ন্যাশনাল হ্যান্ডিক্যাপ্ট করপোরেশনের চেয়ারম্যান। তিনি ঝটিকা সফরে ত্রিপুরায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী সহ বিজেপির প্রদেশ সভাপতি এবং সংখ্যালঘু নেতৃত্বের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। ডাক্তার চিস্তি সাংবাদিক সম্মেলনে তথ্য তুলে ধরে বলেন দেশে মোদি সরকার “সাবকা সাত সবকা বিকাশ এবং সাবকা বিশ্বাসের” মধ্য দিয়েই উন্নয়ন করে চলছে।

তিনি তথ্য তুলে ধরে বলেন মোদি শাসনে উজ্জ্বলা গ্যাস যোজনা থেকে শুরু করে, আবাস যোজনা, আয়ুষ্মান ভারত যোজনায় চিকিৎসা সহ সর্বক্ষেত্রে সাধারণ নাগরিকদের পাশাপাশি সংখ্যালঘু অংশের নাগরিকরাও সুবিধা ভোগ করছে। মোদি জমানাতেই দেশের সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হচ্ছে বলে তিনি দাবি করেন। বিজেপি শাসনে ত্রিপুরার উন্নয়ন নিয়েও তিনি প্রশংসা করেছেন। তিনি বলেন সিপিআইএম শাসনে রাজ্যের সাত শতাধিক সংখ্যালঘু ধর্মীয় ভূমি ওয়াকভূমি হিসেবে নথিভুক্ত হয়নি। রাজ্য সফরে তিনি সংখ্যালঘূ উন্নয়ন বিষয়ক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সাথে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে কথা বলেন এবং সেগুলো সরকারি নথিভুক্ত করনের ক্ষেত্রে রাজ্য সরকার ভূমিকা গ্রহণ করবে বলে আশ্বাস দেন। তিনি বিজেপির ত্রিপুরা প্রদেশের সংখ্যালঘু নেতৃত্বকে বুথ স্তরে সংগঠনকে আরো মজবুত করতে আহ্বান জানিয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জশিম উদ্দিন, ওয়াকফ বোর্ড চেয়ারম্যান শাহ আলম মজুমদার সহ অন্যরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version