প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৬ ডিসেম্বর,,
বৃহস্পতিবার মুম্বাইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং এমডি অনন্ত আম্বানির সঙ্গে দেখা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধারদের সঙ্গে কথা বলতে গিয়ে ত্রিপুরার শিল্প বিকাশের কথা তুলে ধরেন। ত্রিপুরার প্রাকৃতিক সম্পদের প্রসঙ্গ তুলে ধরে রাজ্য এবং দেশের আর্থ সামাজিক বিকাশে রিলায়েন্স গ্রুপের অংশগ্রহণের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যম থেকে বিষয়টি জানা গেছে।