সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৬ ফেব্রুয়ারি,,
শুক্রবার সাত সকালে এডি নগর থানাধীন মিলন চক্র এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মিলন চক্র রাস্তার পাশে মৃতদেহটি পড়ে ছিল। স্থানীয়দের থেকে খবর পেয়ে এ ডি নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে মৃত লোকটির বয়স আনুমানিক ৬০-৬৫ হবে। পুলিশের ধারণা লোকটি ভবঘুরে হতে পারেন। তিনি এই এলাকাতেই ঘোরাফেরা করতেন। পুলিশের দাবি মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে রাতে রাস্তার পাশে ঘুমের মধ্যে তিনি মারা গেছেন। পুলিশ তাঁর নাম পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে।