Home জাতীয় খবর মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পণ্য পরিবহনের সমস্যা; পেট্রোপণ্যে রেসনিং ব্যবস্থা রাজ্যে।

মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পণ্য পরিবহনের সমস্যা; পেট্রোপণ্যে রেসনিং ব্যবস্থা রাজ্যে।

0

প্রতিধ্বনি প্রতিনিধি।। আগরতলা।।৯ নভেম্বর।।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় ৪-৫ কিলোমিটার বিস্তৃত রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে । এর ফলে বিগত কিছু দিন যাবৎ পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহিঃরাজ্য থেকে রেলপণে ত্রিপুরা রাজ্যে আমদানী বন্ধ রয়েছে। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উক্ত এলাকায় রেললাইন সারাই-এর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তা সারাইয়ের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। আগামী ১৩ই নভেম্বর, ২০২৪ এই সমস্যাজীর্ণ রেললাইন অংশে পণ্য পরিবহন পরিসেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আইওসিএল কর্তৃপক্ষ বর্তমানে আসামের গৌহাটি, বেতকুচি, লামডিং ও শিলচর ডিপো থেকে সড়কপথে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানী করছে। তবে বর্তমানে ধর্মনগরস্থিত আইওসিএল ডিপোসহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের মজুতের পরিমাণ কম থাকায় সারা রাজ্যে আগামী ১০ নভেম্বর, ২০২৪ থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে। রাজ্য খাদ্য দপ্তরে তরফে বিবৃত জারি করে সকল জনসাধারণের উদ্দশ্যে এই রেশনিং ব্যবস্থা সুষ্ঠুভাবে মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে।

এই রেশনিং ব্যাবস্থার মেয়াদ রাজ্যে রেলপণে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু হওয়া পর্যন্ত লাগু থাকবে। এক্ষেত্রে সাধারণ জনগণের নিকট আবেদন করা হচ্ছে উনারা যেন পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে কোনো ধরনের অতি-ক্রয় করতে লিপ্ত না হন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version