Home জাতীয় খবর ভোট বয়কটে খালি ভোট কেন্দ্র, বরখাস্ত আধিকারিক, মৌমাছির হামলা : একাধিক ঘটনায়...

ভোট বয়কটে খালি ভোট কেন্দ্র, বরখাস্ত আধিকারিক, মৌমাছির হামলা : একাধিক ঘটনায় শান্তিপূর্ণ ভোট পূর্ব আসনে!

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৬ এপ্রিল,,

পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একাধিক অনভিপ্রেত ঘটনার অভিযোগ উঠে আসছে। কোথাও সকাল থেকে ঘন্টা কয়েক বিকল ছিল ইভিএম মেশিন, তো কোথাও ভোট গ্রহণ কেন্দ্রে মৌমাছির আক্রমণে আহত হয়েছেন একাধিক ভোটার। কোথাও আবার ভোটকেন্দ্রে কর্তব্য গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রিসাইডিং অফিসারকে। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে ভোটারদের রাস্তায় আটকে দেওয়ারও। কিছু জায়গাতে আবার নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে ভোট বয়কট করে রাস্তা অবরোধ করে রেখেছেন ভোটাররা। ভোটারের অভাবে খালি পড়ে আছে ভোট গ্রহণ কেন্দ্র। তবে সার্বিকভাবে ভোট প্রক্রিয়া জারি রয়েছে এবং ভোটাররা সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। দুপুর ১২ টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৪০ শতাংশের উপর ভোট গ্রহণ হয়ে গেছে বলে নির্দিষ্ট সূত্রের খবর।

ছবি: সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ভোটের হাড়ের একাংশ

ভোট বয়কট ! খালি ভোট গ্রহণ কেন্দ্র ,,

অন্যদিকে ৪৪ রাইমাভ্যালি কেন্দ্রের সদাই মোহন পাড়াতে ভোটাররা নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। ৪৪/৫ সদাই মোহনপাড়া ভোটকেন্দ্রটি সকাল থেকে খালি পড়ে আছে। সেখানে ভোট কর্মীরা ভোট দিতে যাচ্ছেন না বলে খবর।

খবর পেয়ে সেখানে ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্র টানতে উদ্যোগ নিয়েছেন নির্বাচন আধিকারিকরা।

বেহাল রাস্তা ! ক্ষোভে ভোটের দিন রাস্তা অবরোধ ,,

ওম্পিনগর ৪১/৩ নং ভোট কেন্দ্রের কাছাকাছি এলাকাতে ভোট কেন্দ্রে যেতে পারছেন না ভোটাররা। এলাকার একাংশ সেখানে রাস্তা অবরোধ করে রেখেছেন বলে খবর। গত ছয় বছরে এলাকার রাস্তা ঘাট কোনো প্রকারের উন্নয়ন হয়নি বলে অভিযোগ। সেই অভিযোগে ভোটের দিন রাস্তা অবরোধে শামিল হয়েছেন এলাকার লোকজন। পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশন এবং পুলিশের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

বিলম্বিত ভোট গ্রহণ,,

ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। অধিকাংশ ভোট গ্রহণ কেন্দ্রে সময় মত ভোট শুরু হলেও কিছু কিছু কেন্দ্রে তা সম্ভব হয়ে ওঠেনি। ইভিএম মেশিনের যান্ত্রিক গোলযোগের কারণে এক থেকে দেড় ঘন্টা বাদেও কিছু জায়গাতে ভোট শুরু হয়েছে বলে অভিযোগ। কংগ্রেস দলের বিধায়ক বিরজিৎ সিনহা এই বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন এবং ভোট কর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

মৌমাছির হামলা ভোটকেন্দ্রে ,,

অন্যদিকে খোয়াই বিধানসভা কেন্দ্রের ১৪ নম্বর বুথ ঋষিপাড়াতে ভোটের লাইনে মৌমাছির কামড়ে আহত হয়েছেন প্রায় ১০ জন ভোটার। ঘটনার বিবরণে জানা যায় ভোটাররা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকার সময় মৌমাছির চাক থেকে মৌমাছিরা দলবদ্ধভাবে ভোটারদের হামলা করে। এতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৯-১০ জন ভোটার মৌমাছির কামড়ে আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভোটারদের সুরক্ষায় ব্যবস্থা নেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। পরবর্তীকালে সেখানে ভোট প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে বলে খবর।

বরখাস্ত প্রিসাইডিং অফিসার,,,

অন্যদিকে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৩ নম্বর বুথ কেন্দ্রে কর্তব্য গাফিলতির জন্য দরখাস্ত হয়েছেন প্রিসাইডিং অফিসার। সাময়িকভাবে বরখাস্ত প্রিসাইডিং অফিসারের নাম অজিত চন্দ্র দাস। তিনি নঈতালিম হাই স্কুল ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ছিলেন। সেখানে তিনি দায়িত্ব অবহেলা করেন বলে অভিযোগ উঠে। সেই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং ভোটকেন্দ্র থেকে পুলিশের নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয়।

ইভিএম মেশিনের ব্যাটারি বিকল ! বিলম্বিত ভোট গ্রহণ ,,

সকালে নির্বাচন কমিশনের ঘোষিত সময় মত ভোট গ্রহণ শুরু হয়নি ৪৭ নম্বর আমবাসা বিধানসভার অন্তর্গত ৯ নং বুথ কেন্দ্রে। সকাল থেকে বুধ গ্রহন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন জমে। কিন্তু সঠিক সময়ে ভোট শুরু হয়নি। ভোট শুরু হতে প্রায় এক ঘণ্টা দিক সময় পার হয়ে যায়। ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান ইভিএম মেশিন ব্যাটারি বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হতে বিলম্বিত হয়।

খোয়াই একাংশে ভোট কর্মীদের থেকে অভিযোগ উঠে আসছে বিভিন্ন স্থানে রাস্তায় ভোট কর্মীদের হুমকি-ধমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ঘুরেফিরে ভোটাররা ফের ভোট কিনতে গিয়ে ভোট প্রদান করছেন। তবে এই বিষয়ে বিরোধীদের তরফে সুস্পষ্টভাবে কোন অভিযোগ উঠে আসেনি। সবগুলোতে না থাকলেও কৈলাশহর সহ বিভিন্ন জায়গাতে ভোট কেন্দ্র গুলিতে বিরোধী দলের পুলিং এজেন্ট রয়েছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version