প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ সেপ্টেম্বর,,
সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো রাজ্যভিত্তিক ভোক্তা সচেতনতা শিবির এবং স্কুলও মহাবিদ্যালয় স্তরে ১০০টির বেশি কনজিউমার ক্লাবের । আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য ও জনসংভরন দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী , বিচারপতি অরিন্দম লোধ, সহ প্রশাসনের আধিকারিকরা। এই অনুষ্ঠানে দপ্তরের ত্রৈমাসিক নিউজলেটার ‘ভোক্তা সংবাদ’ এর আবরণ উন্মোচন করা হয় । একইভাবে দুর্গোৎসব উপলক্ষে বিনামূল্যে সুজি ময়দা চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিশেষ প্যাকেট বিতরণের আনুষ্ঠানিক সূচনা হয়। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রেতা স্বার্থ সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যাপকস্তরে ভোক্তা সচেতনতার উপর গুরুত্ব দেন