প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১ অক্টোবর,,
” কঠিন সময়ে ত্রিপুরার বন্যা দুর্গতদের কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে আছে, মোদি সরকার।” গত ২৩ আগস্ট ত্রিপুরার বন্যা দুর্গত পরিস্থিতি নিয়ে এই ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তৎকালীন সময়ে ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য ‘রাজ্য দুর্যোগ সহায়তা ফান্ড’ তথা এসডিআরএফ শেয়ার থেকে ৪০ কোটি টাকা মঞ্জুরী ঘোষণা করা হয়েছিল। একবার ফের বন্যা দুর্গত ত্রিপুরার জন্য ২৫ কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড এবং ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডে অগ্রিম বরাদ্দ হিসেবে এই টাকা দেওয়া হয়েছে। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অগ্রিম বরাদ্দ দানের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবার সহযোগিতায় ত্রিপুরাবাসী দ্রুত প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক ছন্দে ফিরে আসবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। প্রসঙ্গত গত আগস্ট মাসে ভয়ানক বন্যার কারণে ত্রিপুরায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল।