Home ত্রিপুরার খবর ভিকি হত্যাকান্ড ; রাজু বর্মনের বিরুদ্ধে NSA প্রয়োগ করলো জেলা প্রশাসক।

ভিকি হত্যাকান্ড ; রাজু বর্মনের বিরুদ্ধে NSA প্রয়োগ করলো জেলা প্রশাসক।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৭ সেপ্টেম্বর,,

শালবাগানে চাঞ্চল্যকর ভিকি হত্যাকাণ্ডে মুখ্য অভিযুক্ত রাজু বর্মনের বিরুদ্ধে ‘ন্যাশনাল সিকিউরিটি এক্ট’ তথা জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করল পশ্চিম জেলা প্রশাসন। পশ্চিম জেলাশাসক ডঃ বিশাল কুমার শুক্রবার এক নির্দেশ মূলে কুখ্যাত সমাজদ্রোহী, খুনি রাজু বর্মনের বিরুদ্ধে ‘এন এস এ’ প্রয়োগ করেছেন বলে জানা গেছে। এই আইনের আওতায় কোন ধরনের মামলা এবং আদালতের নির্দেশ ছাড়াই রাজু বর্মনকে সর্বনিম্ন এক বছর পর্যন্ত জেলে আজকে রাখতে পারবে পুলিশ। শুক্রবার পশ্চিম জেলা প্রশাসনের তরফে রাজু বর্মনের বিরুদ্ধে ‘নাশা’ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার এক পুলিশ আধিকারিক। প্রসঙ্গত যাদের দ্বারা সামাজিক শৃঙ্খলা এবং শান্তি ভঙ্গের আশঙ্কা তৈরি হয় তাদের বিরুদ্ধে এই ধরনের ‘জাতীয় নিরাপত্তা আইন’ প্রয়োগ করা হয়ে থাকে। একাধিক মামলায় অভিযুক্ত চিহ্নিত সমাজদ্রোহীদের জেলবন্দী রাখতে এই আইন প্রয়োগ করা হয়। ত্রিপুরায় সর্বশেষ এক সাংবাদিকের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়েছিল । এবার ভিকি হত্যাকাণ্ডের তদন্তে জড়িত পুলিশ দল সহ জেলা পুলিশ সুপারের সুপারিশ মূলে জেলা প্রশাসন উষা বাজারের ত্রাস হিসেবে পরিচিত রাজু বর্মনের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করেছে। এই বিষয়ে আরো বলা যায় রাজু বর্মন ইতিমধ্যেই কেন্দ্রীয় কারাগারে জেল হেফাজতে রয়েছেন। গত ৩০ এপ্রিল শালবাগান হাতি পাড়াতে ভারতরত্ন সংঘ ক্লাবের সেক্রেটারি দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে পুলিশ ১০ জুলাই থেকে গৌহাটি থেকে তাকে গ্রেফতার করেছিল। পুলিশের তৎপরতায় রাজু বর্মনের বিরুদ্ধে এই ধরনের কড়া পাইনি পদক্ষেপ গৃহীত হওয়াতে সন্তুষ্ট রয়েছেন উষা বাজার এলাকার নাগরিক সমাজ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version