Home ত্রিপুরার খবর আগরতলা খবর ভালো নেই জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ! রাজ্যপালের পরিদর্শনের সময় অভিযোগ চিকিৎসাধীন...

ভালো নেই জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ! রাজ্যপালের পরিদর্শনের সময় অভিযোগ চিকিৎসাধীন রোগীর আত্মীয়ের।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৬ নভেম্বর,,

আগরতলা সরকারি মেডিকেল কলেজ তথা জিবি হাসপাতালের আই সি ইউ-র পাশে নেই রোগীর পরিজনদের জন্য শৌচালয়ের ব্যবস্থা। বৃহস্পতিবার ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু-র জিবি হাসপাতাল পরিদর্শনের সময় এই অভিযোগ করলেন এক রোগীর আত্মীয়।

উদয়পুরের এক যুবতী তার বাবাকে নিয়ে জিবি হাসপাতালের চিকিৎসায় এসেছে। গত কিছুদিন যাবত যুবতীর অসুস্থ বাবা জিবি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি আছেন। অভিযোগ রাজ্যের প্রধান জিবি হাসপাতালে সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না রোগী এবং তাদের সঙ্গে থাকা আত্মীয়-পরিজনরা। আই সি ইউ তে প্রতিদিন ৫০০ টাকা করে বেড ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী পরিসেবা দেওয়া হচ্ছে না। ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরা রোগীর পরিবারের লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।

অভিযোগ সমস্যা রয়েছে হাসপাতালে লিফট এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রে। রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা বারবার অভিযোগ করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু বুধবার রাজ্যপালের সফরের আগে সকাল থেকে হাসপাতালে তড়িঘড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ লিফট সারাই করেন কর্তৃপক্ষ। রাজ্যপালের হাসপাতাল পরিদর্শনের সময় রাজ্যপালকে বোঝানোর চেষ্টা হয় হাসপাতালের পরিষেবার কোন ঘাটতি নেই।

কিন্তু হাসপাতাল কতৃপক্ষের দুর্বলতা নিয়ে তখনই রাজ্যপালের সঙ্গে দেখা করতে সড়ক হন হাসপাতালে উপস্থিত কয়েকজন রোগীর আত্মীয়। রাজ্যপালের সাথে দেখা করতে না পেরে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দেন সেই প্রতিবাদী যুবতী। রাজ্যপালের পরিদর্শনের সময় হাসপাতালের পরিষেবা নিয়ে প্রতিবাদী যুবতীর অভিযোগে হাসপাতাল কতৃপক্ষ সহ রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিছুটা বেকায়দায় পড়েছে বলে সূত্রের দাবি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version