সংবাদ প্রতিনিধি,,বক্সনগর,,১৫ নভেম্বর,,
বুধবার বক্সনগর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দীর্ঘ দেড় মাস যাবত চলা এমএলএ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে জয়ী হয়েছে কলমচৌড়া স্টার ইলেভেন । এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছিল । প্রথম রাউন্ড ও দ্বিতীয় সেমি ফাইনাল খেলা শেষে বুধবার ফাইনালে মুখোমুখি হয় কলমচৌড়া স্টার ইলেভেন বনাম কিংস ইলেভেন পুটিয়া । দু দলের খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ, কলকাতা,মনিপুর এবং ত্রিপুরার সুনামধন্য খেলোয়াররা অংশ নেন । এই খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত চৌধুরী,বক্সনগর এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন, বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার, কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে,বক্সনগর বিওপির কোম্পানি কমান্ডার বিনোদ সহ অন্যান্যরা।

খেলাটি ছিল ৮০ মিনিটের। প্রথম ৪০ মিনিটের খেলায় কোন দল কোন দলকে গোল দিতে পারেনি । সম্পূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলায় পরের ৩৫ মিনিটের শেষ পাঁচ মিনিটের মাথায় কলমচৌড়া স্টার ইলেভেন , কিংস ইলেভেন পুটিয়াকে টানটান উত্তেজনায় পেনাল্টির মাধ্যমে একটি গোল করে। খেলার ৮০ মিনিট সমাপ্তি হওয়ার পর ১/০ গোলে জয়ী হয় কলমচৌড়া স্টার ইলেভেন । এই খেলায় ত্রিপুরার ফুটবল এসোসিয়েশনের স্বনামধন্য রেফারি বিপ্লব সিং সহ আরো দুজন পরিচালনায় ছিলেন ।
এদিন প্রায় ১২ থেকে ১৫ হাজার দর্শক এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজির ছিল।ফাইনাল খেলায় জয়ী দলকে ট্রফি সহ দেড় লক্ষ টাকা পুরস্কৃত করা হয়।
ফাইনালে পরাজিত দল পুটিয়া কিং ইলেভেন একাদশকে ১ লক্ষ টাকা সহ পুরস্কার দেওয়া হয়।। এম এল এ কাপ নক আউট ফুটবল টুর্নামেন্টের কমিটির পক্ষ থেকে এই খেলার আয়োজক তথা বিধায়ক তফাজ্জল হোসেনকে বিশেষ সম্মান জানানো হয়।