Home ত্রিপুরার খবর জেলার খবর ব্লেজার পরে ভদ্রলোকের চেহারায় ছাগল চুরির চেষ্টা। জনতার হাতে ধৃত বাপ- বেটা।

ব্লেজার পরে ভদ্রলোকের চেহারায় ছাগল চুরির চেষ্টা। জনতার হাতে ধৃত বাপ- বেটা।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৪ জানুয়ারি,,

ব্লেজার পরে ভদ্রলোকের পোশাকে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পরল বাপ-বেটা। সংক্রান্তির দিন দুপুরে এই ঘটনা বিশালগড় ২ নং চন্দ্রনগর এলাকায়। রাস্তা থেকে ছাগল চুরির সময় এলাকাবাসী হাতেনাতে ওই বাপ-বেটাকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত বাপ বেটার নাম নিত্যানন্দ দাস(বাবা) ও ছেলে সত্যজিৎ দাস বলে জানা গেছে। তাদের বাড়ি আগরতলা পূর্ব থানা তিনি কলেজ টিলা এলাকায়। বিশালগড় থানার পুলিশ তাদের দুজনকে আটক করেছে । ঘটনার বিবরনে জানা যায় বিশালগড় দুই নং চন্দ্রনগর সহ আশপাশ এলাকা থেকে গত কিছুদিন যাবত ছাগল সহ হাঁস মোরগ চুরি হচ্ছে বলে অভিযোগ। এর মধ্যেই রবিবার মকর সংক্রান্তির দিন স্থানীয় লোকেদের একটি নম্বর বিহীন বাইকে দুই অজ্ঞাত পরিচয় লোককে ঘোরাফেরা দেখে সন্দেহ হয়। তারা ব্লেজার এবং ভদ্রলোকের পোশাক পরা থাকলেও তাদের গতিবিধি মোটেও ভালো ঠেকছিল না। স্থানীয়দের অভিযোগ ২ নং চন্দনগর এলাকার মালতী ভৌমিকের একটি ছাগল রাস্তা থেকে তারা তুলে নিজেদের বাইকে থাকা ব্যাগের মধ্যে ঢুকিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে দুইজনকে আটক করে ফেলে। তাদের বাইকে আরো কিছু হাঁস মোরগ উদ্ধার হয়েছে। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ব্লেজার পরা ভদ্রলোকের পোশাকে বাপ বেটার এই কাণ্ডে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। বিশালগড় থানার পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version