Home ত্রিপুরার খবর জেলার খবর মকর সংক্রান্তিতে সম্প্রীতির বার্তা মন্দির নগরীতে; জালাল মিয়ার সহায়তায় শ্রাদ্ধ সম্পন্ন হবে...

মকর সংক্রান্তিতে সম্প্রীতির বার্তা মন্দির নগরীতে; জালাল মিয়ার সহায়তায় শ্রাদ্ধ সম্পন্ন হবে জয়দেব দাসের।

0

বিশেষ প্রতিনিধি,, ১৪ জানুয়ারি,,

রবিবার মকর সংক্রান্তির‌ পবিত্র দিনে সম্প্রীতির নজির দেখা গেল ত্রিপুরার মন্দির নগরী উদয়পুরে।এক অসহায় হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশ্রব মিয়া ওরফে জালাল মিয়া। উদয়পুর বন্দুয়ার এলাকার জয়দেব দাস গত সোমবার ব্রেইন স্ট্রোক করে মারা যান। পেশায় রিক্সা চালক জয়দেব দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবারটি সহায় সম্বলহীন হয়ে পরে। বৃদ্ধা মা, স্ত্রী এবং দশ বছরের এক সন্তান পরিবারের কর্তাকে হারিয়ে আজ একপ্রকার অসহায় । কিভাবে সংসার প্রতিপালন করবেন এটা নিয়ে দুশ্চিন্তায় পড়েন মৃত জয়দেব দাসের স্ত্রী। আগামী মঙ্গলবার দিন মৃত জয়দেব দাসের শ্রাদ্ধানুষ্ঠান। শ্রাদ্ধ করার মত পরিবারের সামর্থ নেই । এই খবর পান জালাল মিয়া। জয়দেব দাসের স্ত্রী ও পুত্রকে ডেকে আনেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের অফিস কক্ষে। শ্রাদ্ধ অনুষ্ঠান করতে যে টাকা লাগে সেই টাকা পরিবারের হাতে তুলে দেন জালাল মিয়া। শুধু এখানেই শেষ নয় আগামী দিনেও এই পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। জাতপাতের উর্ধ্বে দাঁড়িয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে জালাল মিয়া সন্তুষ্টি প্রকাশ করেন। মৃত রিক্সা চালকের অসহায় পরিবার অনেক জায়গায় গিয়েছেন সাহায্য পাওয়ার আশায়। কিন্তু কেউই আশানুরূপ সাহায্য করেননি। জালাল মিয়ার সহায়তায় এবার শ্রাদ্ধ কর্ম সম্পন্ন মৃত জয়দেব দাসের।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version