Home ত্রিপুরার খবর আগরতলা খবর ব্রাউন সুগার বিক্রি; পুলিশের অভিযানে শহরে মহিলা সহ ধৃত ৫

ব্রাউন সুগার বিক্রি; পুলিশের অভিযানে শহরে মহিলা সহ ধৃত ৫

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৬ নভেম্বর,,

আগরতলায় ফেল মাদক ব্যবসার অভিযোগে ধরা পড়ল মহিলা সহ ৫ জন। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে মঙ্গলবার আগরতলা টাউন হল সংলগ্ন গোলাপবাগান এলাকায় বিশেষ অভিযান করে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি পাউচ-এ ব্রাউন সুগার সহ নগদ টাকা ,মোবাইল এবং ব্রাউন সুগার বিক্রির প্রচুর কৌটা উদ্ধার হয়েছে। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় পূর্ব থানায় সাংবাদিকদের কাছে এই তথ্য দিয়েছেন।

( ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

পুলিশের বিবরণ অনুযায়ী ধৃতদের মধ্যে রয়েছেন রাজেশ দেবনাথ বিশ্বজিৎ মজুমদার ওসমান মিয়া জয়দেব দাস এবং উমা মালাকার। পুলিশ জানায় প্রথমে যুবকদের একসঙ্গে আটক করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় উমা মালাকার ব্রাউন সুগার বিক্রি করেন এবং তার কাছ থেকে তারা এগুলো পেয়েছিল। পুলিশ তখন উমা মালাকারের দোকানে অভিযান করেন প্রচুর পরিমাণ ব্রাউন সুগারের ছোট কৌটা সহ নগদ টাকা সহ তাকে গ্রেফতার করে। ধৃতদের আদালতে হাজির করেন তদন্তের স্বার্থে পুলিশের রিমান্ডের আর্জি জানাবে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version