প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৬ এপ্রিল,,
বিজেপি প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে বুধবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা বিবেকানন্দ ময়দানে সমাবেশে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ব্যস্ততা রয়েছে রাজ্য প্রশাসন এবং আরক্ষা প্রশাসনে। ইতিমধ্যেই আগরতলায় চলে এসেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার সাথে যুক্ত এসপিজি টিম। ত্রিপুরা সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে চলছে দফায় দফায় বৈঠক এবং সমাবেশ স্থলে নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ। মঙ্গলবার দুপুরে বিবেকানন্দ ময়দানে গিয়ে সমাবেশ স্থলের প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এবং দলীয় নেতৃত্ব। জানা গেছে আগরতলা বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে আগরতলা বিবেকানন্দ ময়দানে সমাবেশ স্থলে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্নে করার লক্ষ্যে মঙ্গলবার দুই দফায় এসপিজির নেতৃত্বে কনভয় বিমানবন্দর থেকে বিবেকানন্দ ময়দান পর্যন্ত মহড়া দেয়।