প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৬ এপ্রিল,,
ঋণ পরিশোধ করতে না পেরে প্রচন্ড মানসিক চাপে আত্মহত্যা করলো এক ব্যবসায়ী। মৃত ব্যবসায়ীর নাম অনুপ দাস চৌধুরী (৬০)। তিনি মহারাজগঞ্জ বাজারে একজন খুদে ফল ব্যবসায়ী। বাড়ি আগরতলার পূর্ব থানাধীন প্রতাপগড় এলাকায়। অনুপ দাস চৌধুরী সোমবার সকালে আত্মহত্যার উদ্দেশ্যে বিষাক্ত কোন কিছু খেয়েছিলেন। বাড়ির লোকজন তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে রাতে ওনার মৃত্যু হয়। অনুপ দাস চৌধুরীর স্ত্রী গীতা দাস চৌধুরী বলেন স্বামীর তিন-চার লাখ টাকা ঋণ ছিল। চৈত্র মাসে সঠিকভাবে মালিকদের ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে চাপে ছিলেন। সেই মানসিক চাপ থেকে নিস্তার পেতে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে, স্ত্রীর দাবি। পরবর্তীকালে মৃতদেহ জি পি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বর্তমান সময়ে ঋণের চাপে এক ব্যবসায়ের আত্মহত্যার ঘটনা রাজ্যের সার্বিক বিকাশ নিয়ে প্রশ্ন তুলেছে।