Home ত্রিপুরার খবর জেলার খবর বিশালগড় থানার মাদকবিরোধী অভিযান! গাঁজা সহ গ্রেপ্তার কুখ্যাত সুখেন।

বিশালগড় থানার মাদকবিরোধী অভিযান! গাঁজা সহ গ্রেপ্তার কুখ্যাত সুখেন।

0

সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ১৬ ফেব্রুয়ারি,,

কুখ্যাত গাজা কারবারি হিসেবে পরিচিত বিশালগড়ের সুখেন মিয়াকে গ্রেফতার করল পুলিশ। সুখেন মিয়ার বাড়ি বিশালগড় লালসিংমুড়া। মহকুমার গাঁজা কারবারীদের মধ্যে পুলিশের খাতায় তার নাম সবার উপরে থাকলেও বিভিন্ন ভাবে পুলিশকে ম্যানেজ করার ক্ষেত্রে সে পারদর্শী ছিল। দীর্ঘদিন যাবত সে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। অবশেষে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার তার বাড়ি থেকে গাঁজা সমেত সুখেন মিয়াকে ধরতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ। বিশালগড় লালসিংমুড়া এলাকার সুখেন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এদিন ১৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড় থানার সেকেন্ড অফিসার পুলিশ আধিকারিক কপিল পাল । পুলিশ সুখেন মিয়ার বিরুদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version