Home ত্রিপুরার খবর জেলার খবর ত্রিপুরায় রেলে উদ্ধার বেওয়ারিশ ৬৬ লক্ষাধিক টাকা! মালিকের সন্ধানে তদন্তে পুলিশ।

ত্রিপুরায় রেলে উদ্ধার বেওয়ারিশ ৬৬ লক্ষাধিক টাকা! মালিকের সন্ধানে তদন্তে পুলিশ।

0

সংবাদ প্রতিনিধি ,, ধর্মনগর,,১৬ ফেব্রুয়ারি,,

যাত্রীবাহী রেলের ভিতরে উদ্ধার হল মালিক বিহীন ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা। বিশাল পরিমাণ টাকা উদ্ধারের পরও তিন দিন ধরে সেই টাকার মালিকের খোঁজ পাচ্ছেন না রেল পুলিশ। বিষয়টি নিয়ে ব্যাপক রহস্য তৈরি হয়েছে। ঘটনা ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর রেল স্টেশনে। সূত্রের দাবি বুধবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে আরপিএফের হাতে উদ্ধার ৬৬ লক্ষ ৫৭ হাজার ভারতীয় টাকা।

প্রতিদিনের মতো গত বুধবার (১৪ ফেব্রুয়ারী) ধর্মনগর রেল পুলিশ দূরপাল্লার ট্রেনে বাড়তি তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি চলাকালীন সময় বিকেল আনুমানিক চারটা নাগাদ শিয়ালদহ থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ধর্মনগর রেল স্টেশনে আসলে রেল পুলিশ যথারীতি ট্রেনটিতে তল্লাশি করে। তল্লাশিতে ট্রেনের ভি-০১ কামড়ার শৌচালয়ের কাছাকাছি স্থান থেকে মালিক বিহীন দুটি কালো রঙের পিঠ ব্যাগ উদ্ধার হয়। পরবর্তীতে রেল পুলিশ ব্যাগ দুটি তাদের হেপাজতে নিয়ে খুলে দেখতে পায় ব্যাগ দুটিতে পাঁচশো ও দুইশো টাকার নোটের বাণ্ডিল রয়েছে।

পরে সকল আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিততে দুটি ব্যাগ থেকে ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা উদ্ধার হয় বলে জানা গেছে।এমর্মে রেল পুলিশের এক আধিকারিক জানান,এই বিপুল পরিমাণ অর্থ রাশি উদ্ধারের পর রেল পুলিশের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে। তাছাড়া পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক রহস্য তৈরি হয়েছে। কোথা থেকে,কিভাবে এই টাকা ভর্তি দুটি ব্যাগ ট্রেনে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। একাংশের ধারনা এই অর্থ রাশি মাদক সংক্রান্ত লেনদেনের হতে পারে,যা ট্রেন যোগে নিরাপদে বহিরাজ্য থেকে রাজ্যে নিয়ে আসা হয়েছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version