বিশালগড়,, ১৯ মে,,
আর্ট স্কুলের ৮০০ ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করলো বিশালগড় স্থিত চিত্রাংকন আর্ট সোসাইটি। রবিবার সকালে বিশালগড় নবনীমিত টাউন হলে চিত্রাঙ্কন আর্ট সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠানের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং বার্ষিক পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের পৌরপিতা অঞ্জন পুরকায়স্থ, ত্রিপুরা সরকারি আর্ট কলেজের রিটায়ার্ড শিক্ষক জীবনকৃষ্ণ শীল, চিত্রাংকন আর্ট সোসাইটির সম্পাদক সুশান্ত দেবনাথ ,চেয়ারম্যান কৃষ্ণকান্ত দেবনাথ, সুমন ভৌমিকস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন সকাল ১০ টায় মূল অনুষ্ঠান শুরু হয় নবনির্মিত টাউন হলে । কানায় কানায় পূর্ণ ছিলো আর্ট স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক। প্রসঙ্গত চিত্রাংকন আর্ট সোসাইটি রাজ্যের একটি সুপরিচিত চিত্র শিক্ষা প্রতিষ্ঠান। এ সোসাইটিতে বর্তমানে কয়েক হাজার ছাত্রছাত্রী আর্ট শেখেন। প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ব্রাঞ্চ রয়েছে সারা রাজ্যজুড়ে। ২২ বছর আগে পথ চলা শুরু করে আজ রাজ্যের আর্ট জগতে চিত্রাঙ্গ আর্ট সোসাইটি শুধু একটি নাম নয় আর্ট জগতের প্রশংসিত একটি নাম। এই দিনে এক ছাত্রী তার বিভিন্ন ফ্যাশন শো মাধ্যমে চলা তার কলা কৃতিত্ব প্রকাশ করার একটি মুহূর্ত তুলে ধরেন যা উপস্থিত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মন কেড়ে নেয়। সেই প্রতিভাবন ছাত্রীর নাম নাদিয়া আফরিন বিশালগড় গোকুলনগর সেন্ট জোসেফ স্কুলের ছাত্রী। নাদিয়া আফরিনের মা বিশালগড় মহকুমা হাসপাতালে সেবিকার কাজে নিয়োজিত রয়েছেন। কাজের ফাঁকে নিজের মেয়েকে রাজ্যের বুকে সুনামের সাথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । বাড়ি তার বিশালগড় রাউৎলায়।