Home ত্রিপুরার খবর আগরতলা খবর বিদ্যুৎহীন বিয়ে বাড়ি, অন্ধকারে খাবার না পেয়ে ভাঙচুর বরযাত্রীর।

বিদ্যুৎহীন বিয়ে বাড়ি, অন্ধকারে খাবার না পেয়ে ভাঙচুর বরযাত্রীর।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৯ এপ্রিল,,
বিদ্যুৎ গোলযোগে গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে বরযাত্রী বাহিনী হামলা চালালো বিয়ে বাড়িতে। ভাঙচুর করা হলো বিয়ে বাড়ির আসবাবপত্র। পরে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। রবিবার রাতে এই ঘটনা আগরতলার জয়নগর এলাকায় স্বপ্ননীড় বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির ক্যাটারিং হেড কাম ম্যানেজার রাজীব দেব এই বিষয়ে পুলিশের কাছে খবর জানান।

রাজীব দেবের বিবরণ রবিবার রাতে এই বিয়ে বাড়িতে একটি মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। ভট্ট পুকুর কালীটিলা থেকে বড় যাত্রীর লোকেরা এই বিয়ে বাড়িতে এসেছিল। রাজিব দেবের অভিযোগ রাতে একটা সময় সেখানে বিদ্যুৎ চলা যায়। জেনারেটর লাগানো হলেও কিছুটা সময়ের জন্য গোলযোগ তৈরি হয়। ভোল্টেজ কম থাকায় তারা বড় যাত্রীর লোকেদের কিছুক্ষণ পরে খাবার দেওয়ার কথা বলেন। এতেই ক্ষুব্ধ হয়ে বরযাত্রীর একাংশ এই বিয়ে বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। বিয়ে বাড়ির একাংশ কর্মচারী বরযাত্রী- র লোকেদের উপর পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই বিষয়ে কোন পক্ষের তরফে পুলিশের কাছে লিখিতভাবে কোন অভিযোগ করা হয়নি। ঘটনার বিবরণ জানাতে গিয়ে পুলিশের এক আধিকারিক বলেন সবটাই হয়েছে অস্বাভাবিক গরমের যন্ত্রণায়। বিদ্যুৎ না থাকাতে গরমে খাবার খেতে গিয়ে বরযাত্রীর লোকদের মাথা গরম হয়ে যায় এবং তারা উত্তেজিত হয়েও পরেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। এই ঘটনায় বিয়ে বাড়ির ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version