Home ত্রিপুরার খবর জেলার খবর বিজেপি এবং হিংস্রতা সমার্থক শব্দ: বাম যুবনেতা নবারুণ দেব।

বিজেপি এবং হিংস্রতা সমার্থক শব্দ: বাম যুবনেতা নবারুণ দেব।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,,তেলিয়ামুড়া,, ২৮ এপ্রিল,,

২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণের আগের দিন রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গোলাবাড়ি এলাকায় একাধিক বামপন্থী কর্মী সমর্থকের বাড়িতে রাতের আঁধারে আক্রমণ সংঘটিত হয়েছিল। এই রাজনৈতিক আক্রমণে অভিযোগের তীর ছিল শাসক দল বিজেপির দিকে। আক্রমণ সংঘটিত হওয়ার তিন দিনের মাথায় রবিবার বামপন্থী যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল আক্রমণের শিকার বাড়িগুলোতে সফর করেন। সফরকালে প্রতিনিধি দল আক্রমণ সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করেন।গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবারুণ দেব দাবি করেন এই সময়ের মধ্যে গোটা রাজ্যে ‘বিজেপি’ আর ‘হিংস্রতা’ এই দুইটি শব্দ সমার্থক হয়ে গেছে। সংশ্লিষ্ট আক্রমণের পরিপ্রেক্ষিতে শ্রী দেবের বক্তব্য হচ্ছে বিজেপি দল এতটাই হিংস্রতার আশ্রয় গ্রহণ করছে যে আক্রমণ থেকে শিশু কিংবা আশি বছরের বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নবারুণ দেব সমাজের সকল স্তরের জনগণকে এগিয়ে এসে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান। আজকের এই প্রতিনিধি দলে নবারুণ দেব ছাড়াও মন্দাক্রান্তা নাথ চৌধুরী, প্রদীপ সরকার, নির্মল দাস প্রমূখ বামপন্থী ছাত্র যুব নেতৃত্বরা ছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন অর্ধেন্দু ঘোষ, প্রভাত ঘোষ, সুব্রত দেব প্রমূখ বামপন্থী নেতাকর্মীদের বাড়িতে আক্রমণের অভিযোগ সামনে উঠে এসেছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version