Home ত্রিপুরার খবর আগরতলা খবর বিজয় দিবস; শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রাজ্যপালের, সীমান্তে মিষ্টি বিতরণ।

বিজয় দিবস; শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রাজ্যপালের, সীমান্তে মিষ্টি বিতরণ।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৬ ডিসেম্বর,,

সোমবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মিষ্টি বিতরণ করল ভারতীয় সেনাবাহিনী জোয়ানরা। সেদিন ছিল বাংলাদেশ একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ৫৩ তম বিজয় দিবস। তেমনি একটি দিনে ভারতীয় সেনাবাহিনীর দৌলতে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। প্রায় ৯০ হাজার পাকিস্তানি সৈনিক ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামনে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। ৫৩ বছর বাদে বাংলাদেশের একাংশ এখন নতুন করে স্বাধীনতা অর্জনের দাবি করলেও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উভয় দেশেই বিভিন্ন অনুষ্ঠান হয়। বিজয় দিবস উপলক্ষে এদিন আখাউড়া স্থলবন্দরে সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সৌজন্যতামূলক মিষ্টি বিতরণ করেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা। এছাড়া ঐদিন আমাদের রাজ্যে এবং দেশের বিভিন্ন প্রান্তে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। আগরতলা এলবার্ট এক্কা পার্কে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ সেনাবাহিনীর একাধিক আধিকারিক।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

একইভাবে আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশনের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেন সেই দেশের সরকারি কর্মচারীরা। ভিসা অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রথম সচিব মোঃ আল-আমিন।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

বাংলাদেশ সহকারি হাইকমিশনের প্রথম সচিব বিজয় দিবসে বাংলাদেশের সাথে ভারতবাসীকে শুভেচ্ছা জানালেও তাদের স্বাধীনতার সংগ্রামে ভারতীয় সেনাবাহিনীর অবদান নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version