আগরতলা,, ১৭ ডিসেম্বর,,
দেশের বিভিন্ন উদ্যোগপতিদের ত্রিপুরায় ব্যবসা করাতে এবং বিনিয়োগে আহবান রাখলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুম্বাইয়ের কোলাবাতে অনুষ্ঠিত উত্তর পূর্ব ইনভেস্টর সামিট ও রোড শোতে মুখ্যমন্ত্রী এই আহ্বান রেখেছেন। ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের অপার সম্ভাবনাকে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজীর বিশেষ প্রচেষ্টায় এই সামিট এবং রোড শো অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই সামিটে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা, ব্যবসায়ীমহল ও কেন্দ্রী, রাজ্য সরকারের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। সামিটে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে শিল্প প্রসারে সরকারের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে ব্যবসায়ীদের ত্রিপুরাতে বিনিয়োগ করতে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।