প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ মে,,
“বাসুধৈব কুটুম্বকম” অর্থাৎ “এক বিশ্ব এক পরিবার”। রামনগর রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে প্রধানমন্ত্রীর মুখরিত সেই সংস্কৃত শ্লোক-ই উচ্চারণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন মসজিদ কমিটির আয়োজিত রক্তদান শিবিরে সেই এক বিশ্ব এক পরিবারের অস্তিত্ব ফুটে উঠেছে। তিনি উদ্যোক্তাদের ভূয়সি প্রশংসা করেন এবং আগামী দিনেও এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান রাখেন। প্রসঙ্গত শুক্রবার রামনগর ৪ নম্বর রোডে রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির।এই রক্তদান শিবিরে হিন্দু-মুসলিম সবাই উপস্থিত ছিলেন এবং সবাই একযোগে রক্তদান করেন।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার , বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক, মসজিদের ইমাম সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরের অনুষ্ঠান ঘিরে স্থানীয় উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি এবং উৎসাহ লক্ষ্যনিয় ছিল। প্রসঙ্গত মসজিদের উদ্যোগে রক্তদানের আয়োজন অনেকটাই কম হয়ে থাকে। রাজ্যে আগরতলা গাউছিয়া সমিতি এবং ইন্দ্র নগর মসজিদ কমিটির উদ্যোগে প্রতিবছর এই ধরনের রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন দেখা যায়। এবার থেকে মসজিদের উদ্যোগে রক্তদান শুরু হলো রামনগরে । মুসলিম ধর্মীয় সংগঠন কিংবা মসজিদের উদ্যোগে এই ধরনের উদ্যোগ অনেকটাই বিরল। তাই রক্তদানের মত মহৎ দানের ক্ষেত্রে নাগরিকদের আরো সক্রিয় হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।