Home ত্রিপুরার খবর পঞ্চায়েত নির্বাচনে শক্তি নিয়ে লড়াই করবে রাজ্য কংগ্রেস: আশিস সাহা

পঞ্চায়েত নির্বাচনে শক্তি নিয়ে লড়াই করবে রাজ্য কংগ্রেস: আশিস সাহা

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ মে,,

পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রাজ্যের ৬০টি ব্লকেই কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে এই উদ্দেশ্যে বৈঠক চলছে। শুক্রবার বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় সাংবাদিকদের একথা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। শুক্রবার ৩ নং বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে তালতলা এলাকায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, ত্রিপুরার প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, গোমতী ও দক্ষিণ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি সুনীল দত্ত,সহ সভাপতি সুমন ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীরা।এই সাংগঠনিক সভা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন সংগঠনকে শক্তিশালী করতেই এই সাংগঠনিক সভা, পাশাপাশি তিনি বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version