Home আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশে দুর্ঘটনায় শ্যামলী বাস; ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার।

বাংলাদেশে দুর্ঘটনায় শ্যামলী বাস; ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,,আগরতলা,, ৩০ নভেম্বর,,

শনিবার আগরতলা থেকে বাংলাদেশ ভাইয়া কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস গাড়ি। অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের আগরতলা থেকে যাওয়া যাত্রীবাহী বাসে বাংলাদেশের একটি পণ্যবাহী লড়ি ধাক্কা দেয়। একই সঙ্গে একটি অটো সেই বাসের সামনে এসে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাংলাদেশী নাগরিকদের একাংশ বাসে থাকা ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। ভারতীয় যাত্রীদের উদ্দেশ্য করে হুমকি এবং উগ্র ভারত বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনায় বাসে থাকা ভারতীয় যাত্রীরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীকালে সেনাবাহিনী সেখানে ছুটে আসে। সেখানে ভারতীয় যাত্রীরা নিরাপত্তাহীন রয়েছেন বলে খবর। এই খবরে রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিবহনমন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকরা খোঁজখবর নিচ্ছেন। নিজের সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার বিষয়টি জানিয়ে তীব্র নিন্দা এবং ধিক্কার জানান রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী চৌধুরী ভারতীয় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সেদেশের প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version