Home ত্রিপুরার খবর আগরতলা খবর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন; আই এল এস হাসপাতালে বন্ধ বাংলাদেশীদের পরিষেবা।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন; আই এল এস হাসপাতালে বন্ধ বাংলাদেশীদের পরিষেবা।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ নভেম্বর,,

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং অত্যাচারের প্রতিবাদে আগরতলা আই এল এস হাসপাতালে বন্ধ করা হলো বাংলাদেশীদের চিকিৎসা পরিষেবা প্রদান। আগরতলা আইএলএস হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য গুটিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশী নাগরিকদের হেল্প ডেক্স। শনিবার আই এল এস হাসপাতালে বাংলাদেশী নাগরিকদের পরিষেবা বন্ধ করার দাবি নিয়ে গিয়েছিল যুবকদের একাংশ।

যুবকরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং ভারতীয় জাতীয় পতাকার অবমাননা নিয়ে আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্ত নেয়। তারা আইএলএস হাসপাতালে গিয়ে বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ করে দিতে দাবি তোলেন। সেখানে আই এল এস কর্তৃপক্ষ জানিয়ে দেন ইতিমধ্যেই বাংলাদেশের নাগরিকদের পরিষেবা প্রধান বন্ধ রয়েছে আইএলএস হাসপাতালে। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালের রিসিপশনে বাংলাদেশী নাগরিকদের জন্য হেল্প ডেক্স গুটিয়ে নেওয়া হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version