প্রতিধ্বনি প্রতিনিধি,, বিলোনিয়া,, ১২ ডিসেম্বর,,
বাংলাদেশে অদ্ভুত পরিস্থিতি চলছে। সে দেশের সংখ্যালঘুদের চরম নির্যাতনের পাশাপাশি ভারত এবং ভারতের বিভিন্ন রাজ্যগুলিকে নিয়ে উস্কানি মূলক বক্তব্য রাখছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের একাংশ। কেউ কেউ আবার রাজনৈতিকভাবে আগরতলা পর্যন্ত লংমার্চের ঘোষণা দিচ্ছেন। প্রতিবেশী রাষ্ট্রের এই অভ্যন্তরীণ অস্থির পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত হতে চলছে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক। এই পরিস্থিতিতে রাজ্যে করা নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্তে বাড়তি নজরদারি রয়েছে বিএসএফের। তার পাশাপাশি সীমান্ত সংলগ্ন বিভিন্ন ভারতীয় গ্রামে পুলিশ বিএসএফ এবং টিএসআরের যৌথ টহল শুরু হয়েছে।
( ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
বৃহস্পতিবার বিলোনিয়া ভারত বাংলা সীমান্তের এলাকাগুলোতে এমনই দৃশ্য দেখা গেল। বিলোনিয়া আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে পুলিশ ও টিএসআর বাহিনীর নজরদারি। বিলোনিয়া কালিনগর, গিরিধারী ৪ নম্বর ব্রিজ এলাকা, সাড়াসীমা ও ত্রিপুরা বাজার এলাকার কাঁটাতার সীমান্ত এলকাতে পুলিশ ও টিএসআর বাহিনীর টহল দেয়। দুই দেশের পরিস্থিতি নিয়ে জনমনে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তা দূর করতে এই টহলদারি বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন। বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস বলেন এই ধরনের পেট্রোলিং আগামী দিনেও জারি থাকবে।