Home ত্রিপুরার খবর আগরতলা খবর ফিল্মী কায়দায় ডাকাতি উত্তর জেলার কদমতলায়! বাড়িতে ঢুকে গলায় দা লাগিয়ে সর্বস্ব...

ফিল্মী কায়দায় ডাকাতি উত্তর জেলার কদমতলায়! বাড়িতে ঢুকে গলায় দা লাগিয়ে সর্বস্ব লুটের অভিযোগ।

0

সংবাদ প্রতিনিধি,, ধর্মনগর,,২২ ফেব্রুয়ারি,,

রাতের অন্ধকারে সিনেমার কায়দায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায়। অভিযোগ কদমতলা থানার দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে নির্মল নাথের বাড়িতে বুধবার রাতে এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে এবং ছোট বাচ্চার গলায় দা ধরে প্রাণ নাসের হুমকি দিয়ে ঘরের ভেতরের সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় শিশু নিকেতন স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা নির্মল নাথ পেশায় একজন গৃহশিক্ষক। প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রী এবং দশ বছরের একমাত্র মেয়েকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে বারোটার পর তাদের বাড়িতে ডাকাতি হয় বলে অভিযোগ। নির্মল নাথের বিবরণ অনুযায়ী দুজনের একটি ডাকাত দল ধারালো দা নিয়ে বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে বাড়ির দশ বছরের ছোট মেয়েটিকে নিজেকে নিজেদের জিম্মায় নিয়ে নেয় এবং গলায় দা ধরে খুনের হুমকি দেয়। পরে স্বামী-স্ত্রীকে এক জায়গায় বসিয়ে রেখে তারা ঘরের ভেতরে সমস্ত কিছু লুটে নেয়। অভিযোগ ডাকাত ঘরের নগদ অর্থ,স্বর্নালঙ্কার, মোবাইল সহ ব্যাংকের নথিপত্র লুট করে নিয়ে চলে যায় ।

ক্ষতিগ্রস্ত নির্মল নাথের বাড়ির অবস্থান কদমতলা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে । ডাকাত দল চলে যাওয়ার পর আতঙ্কগ্রস্ত পরিবারের সঙ্গে সঙ্গে কদমতলা থানায় খবর দেন । খবর পেয়ে কয়েক ঘন্টা পর রাত আনুমানিক তিনটা নাগাদ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নামমাত্র তদন্ত করে এবং ডাকাত দলের হাতে তছনছ করা ঘরের ভেতরের ছবি নিজেদের মুঠো ফোনের ক্যামেরাবন্দি করে চলে যায়। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত নির্মল নাথ কদমতলা থানায় লিখিত অভিযোগ করলেও রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ ডাকাতির ঘটনায় তেমন কোন ভূমিকা নেয়নি। পুলিশের নিস্তেজ ভূমিকায় স্থানীয় নাগরিক মহলে আতঙ্ক তৈরি হয়েছে। অভিযোগ সাম্প্রতিক কালে এই এলাকায় আরও একাধিক চুরি ,ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এমনকি চোর ডাকাতদের হাত থেকে রক্ষা পায়নি মন্দির, মসজিদের মতো ধর্মস্থানগুলোও। সব ঘটনাতেই পুলিশ চূড়ান্ত ব্যর্থতা আগলে রেখে দিয়েছে। পার্শ্ববর্তী বাজার এলাকাগুলোতে রাতের নিরাপত্তায় পুলিশের উপর ভরসা হারিয়ে নাগরিকরা নিজেরাই টহল দিতে শুরু করেছেন বলে খবর। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় নাগরিক সমাজ নিরাপত্তার দাবিতে এবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version