প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩১ আগস্ট,,
গোপন খবরের ভিত্তিতে আগরতলা সিটি সেন্টার এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পশ্চিম থানার পুলিশ। গত ২৯ আগস্ট সুমন নামে এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করা হয়েছিল। নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে । পুলিশ রিমান্ডে সুমনকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ রফিক শেখ, আজিম উদ্দিনকে গ্রেফতার করেছে।
পুলিশের দাবি তারা সোনামুড়া দিয়ে অনেক দিন আগে ত্রিপুরায় ঢুকেছিল। ধৃতদের আদালতে হাজির করে রিমান্ড নেওয়া হবে বলে পশ্চিম থানার ওসি জানিয়েছেন।