Home ত্রিপুরার খবর আগরতলা খবর পরচর্চা বন্ধ করে আইনি পেশায় মনোযোগ দিন ! দল বদলু আইনজীবীদের পরামর্শ...

পরচর্চা বন্ধ করে আইনি পেশায় মনোযোগ দিন ! দল বদলু আইনজীবীদের পরামর্শ মুখ্যমন্ত্রীর।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৫ ফেব্রুয়ারি,,

আইনজীবীদের পরচর্চা বন্ধ করার পরামর্শ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন আইনজীবীরা পরচর্চা বন্ধ করে উকালতি নিয়ে চর্চা করলে ত্রিপুরার আরো উন্নতি হবে। প্রসঙ্গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ৭০ জন আইনজীবী শাসক দল বিজেপিতে যোগদান করেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে বিজেপি প্রদেশ কার্যালয়ে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ, বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, অশোক সিনহা সহ অন্যান্য নেতৃত্ব।

সেখানে ডান এবং বামপন্থী আইনজীবীদের একাংশ বিজেপি দলে সামিল হন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দলে নবাগত আইনজীবীদের দলীয় সদস্যপদ নেওয়ার আহ্বান করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আইনজীবীদের উপদেশ দেন তারা যাতে পরচর্চা বন্ধ করে নিজেদের আইনি পেশা নিয়ে বেশি সক্রিয় থাকেন। মুখ্যমন্ত্রী আরও বলেন বিজেপি দল একটি সভাপতি কেন্দ্রিক দল। রাষ্ট্রীয় সভাপতি, রাজ্য সভাপতি, জেলা সভাপতি মন্ডল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতিরাই দলীয় নির্দেশ দেন। মনের স্থিতিশীলতা ধরে রেখে দলের নির্দেশ মেনেই সবাইকে চলার জন্য তিনি আইনজীবীদের উপদেশ দিয়েছেন।

পাশাপাশি বিজেপি দলকে একটি পরিবার উল্লেখ করে সেই পরিবারের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় তিনি আইনজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন। আইনজীবীরা অত্যন্ত প্রয়োজনীয় সময়ে বিজেপি দলের সামিল হয়েছেন বলেও মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য উল্লেখ করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version