Home ত্রিপুরার খবর আমরা প্রতিশ্রুতি পূরণ করি:”মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার” উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী।

আমরা প্রতিশ্রুতি পূরণ করি:”মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার” উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা ,, ১৫ ফেব্রুয়ারি,,

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা বলেন তাই করেন। আমরাও সেই দিশাতে-ই চলছি। যা প্রতিশ্রুতি দিয়েছি তাই আমরা পূরণ করছি।’বৃহস্পতিবার চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা২০২৩ এর আনুষ্ঠানিক সূচনা করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা দ্রুত উন্নত হচ্ছে। হাসপাতালে শয্যা বাড়ানোর পাশাপাশি সুপার স্পেশালিটি পরিষেবা দেওয়া হচ্ছে। রাজ্যে সুপার স্পেশালিস্ট ডাক্তার তৈরি করতে বাড়ানো হয়েছে চিকিৎসা ক্ষেত্রে পিজি কোর্সের আসন সংখ্যা। কিডনি ট্রান্সপ্লান্ট এবং কিডনি থেরাপির জন্য চিকিৎসক এবং নার্সদের বহি রাজ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন একটা সময় ত্রিপুরার লোকেরা সামান্য কিছুতেই চিকিৎসার জন্য বাইরে চলে যেতেন। সেই প্রবণতা কাটানোর চেষ্টা হচ্ছে। শুধু ত্রিপুরার নাগরিক নয় ,ত্রিপুরা হয়ে যারা বাংলাদেশ থেকে এসে ভারতের বিভিন্ন রাজ্যের চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের জন্যও ত্রিপুরাতে উন্নত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। প্রসঙ্গত কিছুদিন আগে মন্ত্রিসভার সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার প্রকল্পের সিদ্ধান্ত এবং ঘোষণা হয়েছিল। এই প্রকল্পে প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি তারা চিকিৎসা ক্ষেত্রে বিশেষ আর্থিক সহায়তা পাবেন। সাধারণ নাগরিকদের পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের একটা অংশ শর্তসাপেক্ষে এই পরিষেবা নিতে পারবেন। বৃহস্পতিবার আগরতলা নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা ২০২৩ এর সূচনা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার আরো একাধিক মন্ত্রী ,বিধায়ক ,আগরতলা পুর নিগমের মেয়র সহ অন্যান্য আধিকারিক।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version