Home ত্রিপুরার খবর নারী কলঙ্ক! অবশেষে পদত্যাগের ঘোষণা গোলাঘাটি মন্ডল সভাপতির।

নারী কলঙ্ক! অবশেষে পদত্যাগের ঘোষণা গোলাঘাটি মন্ডল সভাপতির।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২ ফেব্রুয়ারি,,

চাকরি দেবার প্রলোভন দেখিয়ে অসহায় মহিলার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছিল বিজেপির গোলাঘাট মন্ডল এর সভাপতি রামকৃষ্ণ সাহার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গোলাঘাটি মন্ডলের পাশাপাশি রাজ্যজুড়ে শাসক দলে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছিল। নারি কেলেঙ্কারিতে অভিযুক্ত মন্ডল নেতাকে বহিষ্কারের দাবিতে সোচ্চার হয়েছেন দলেরই একাংশ। দলের রাজ্য নেতৃত্ব এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অবশেষে শুক্রবার বিষয়টি নিয়ে স্পষ্টিকরণ দিয়েছেন অভিযুক্ত মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা। তিনি নিজেকে নির্দোষ দাবি করে গোটা ঘটনাটিকে স্ব-দলীয় একাংশের চক্রান্ত করে অভিযোগ করেছেন। একই সাথে তিনি লিখিতভাবে দলের রাজ্য সভাপতির কাছে পদত্যাগ পত্র দাখিল করে দলীয়ভাবে তদন্তক্রমে যা ব্যবস্থা নেওয়া হবে তা মাথা পেতে নেবেন বলে স্বীকার করেছেন। মন্ডল সভাপতি এদিনের সাংবাদিক সম্মেলনের পর বিষয়টি নিয়ে শাসক দলের গোলাঘাটি মন্ডলে গোষ্ঠীদ্বন্দ্ব আরো সামনে উঠে এসেছে বলে সূত্রের দাবি।

শুক্রবার গোলাঘাটি মন্ডল অফিসে তিনি এই সাংবাদিক সম্মেলন করেছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version