সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ২১ ডিসেম্বর,,
ধর্ষণ মামলায় এক যুবককে দোষী সাব্যস্ত করে দশ বছরের সাজা ঘোষণা করল সিপাহীজলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম আলী হোসেন। ধর্ষণ মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। অর্থ অনাদায়ে আরও ১ বছর জেলে থাকতে হবে তাকে। ঘটনার বিবরণে সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানান ২০১২ সালে বিশ্রামগঞ্জ থানা এলাকায় একটি উপজাতি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠে আলী হোসেনের বিরুদ্ধে। পরে মেয়েটি কুমারী অবস্থায় গর্ভবতী হয়ে পড়ে এবং মেয়ের পরিবারের তরফে বিশ্রামগঞ্জ থানায় মামলা করা হয় । বিশ্রামগঞ্জ থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা সহ বিভিন্নধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত করে এবং আদালতে চার্জশিট জমা করে। বৃহস্পতিবার সিপাহীজলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি দেবাশীষ কর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। আলী হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে আদালতের সাজা ঘোষণার পরও কোনো ভ্রুক্ষেপ নেই অভিযুক্ত আলী হোসেনের। আদালত চত্বরে দাঁড়িয়েই সে নির্যাতিতা মেয়ের (বর্তমানে বিবাহিত) সংসার ভেঙে দেওয়ার হুমকি দেয়। আদালত চত্বরে তার এই ধরনের হুমকি ঘিরে নিরাপত্তা হীনতায় ভুগছেন নির্যাতিতার পরিবার।