Home ত্রিপুরার খবর ধর্মনগরের পর এবার আগরতলা: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নগদ টাকা সহ ধৃত ৩

ধর্মনগরের পর এবার আগরতলা: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নগদ টাকা সহ ধৃত ৩

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৭ ফেব্রুয়ারি,,

১৪ই ফেব্রুয়ারি ধর্মনগরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধার হয়েছিল নগদ ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা। সেই টাকার মালিক এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ। এর মধ্যেই শনিবার আগরতলা রেল স্টেশনে একই ট্রেন বহিরাজ্যের উদ্দেশ্যে ছাড়ার আগে ৯ লক্ষ ৫৬ হাজার টাকা সহ মহারাষ্ট্রের তিন নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃত তিনজনের নাম সুধীর বাঘমারে , করিশ্মা বাগমারে ও সীমা সিন্দে বলে আগরতলা সরকারি রেল পুলিশের বিবরণ। তাদের ব্যাগ থেকে তল্লাশি করে উদ্ধার হয় নগদ ৯ লক্ষ ৫৬ হাজার টাকা (সব ৫০০ টাকার নোট)।

পুলিশ সূত্রের দাবি তারা ১৪ ফেব্রুয়ারি রেলপথে ত্রিপুরায় এসেছিল। আগরতলা শহরে তারা একটি হোটেলে অবস্থান করে। সেখানেই তারা এই বিপুল পরিমাণ টাকা পায়। টাকা নিয়ে মহারাষ্ট্রের ফেরার পথে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অবৈধ স্বর্ণ কারবারের সাথে জড়িত। পুলিশ নগদ টাকা সংক্রান্ত বিষয় হওয়ায় এই ঘটনাটি তদন্তের জন্য ইনকাম ট্যাক্স এর হাতে তুলে দেবে বলে খবর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version