সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৪ অক্টোবর,,
আনন্দঘন শান্তিপূর্ণ দুর্গোৎসবের পর বুধবার থেকে শুরু হয়ে গেল মায়ের বিসর্জনের পালা। বুধবার দশমীর দিনে সকালে দুর্গা বাড়িতে দশমি কৃত্তের পর মায়ের বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় মহিলাদের সিঁদুর খেলা।
সেই সাথে আগরতলার বিভিন্ন ছোট ক্লাব এবং পূজা কমিটি বিশেষত বাড়ি ঘরের পূজার প্রতিমা বিসর্জন হয়েছে। সকাল থেকেই দশমী ঘাটে একে একে করে প্রতিমা পৌঁছায় এবং পুর কর্মীদের সহায়তায় ভাসান-পর্ব সম্পন্ন হয়। এদিন বিজয়া দশমী উপলক্ষে দশমী ঘাটে একটি অনারম্বর অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা উপস্থিত ছিলেন। ছিলেন আগরতলা পুর নীগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার সহ অন্যান্যরা।
সন্ধ্যায় খবর লেখা পর্যন্ত ১৫টির উপর প্রতিমা বিসর্জন হয়েছে বলে জানা গেছে। গভীর রাত পর্যন্ত বিসর্জন চলবে। আগরতলা দশমীঘাট ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে হাওড়া নদীতে এবং অন্যান্য জলাশয়ে দূর্গা প্রতিমা ভাসান চলছে। বিসর্জনকে কেন্দ্র করে সর্বত্রই পুলিশের করা নিরাপত্তা রয়েছে। যদিও রাজধানীর অধিকাংশ বড় বাজেটের পূজা সহ শহরতলীর কিছু পূজা কমিটি দশমীর দিনে প্রতিমা ভাসান করেনি। সেসব পূজা মন্ডপ গুলোতে আরো কিছুদিন মায়ের প্রতিমা রাখা থাকবে দর্শনার্থীদের জন্য। পরবর্তীকালে ২৬ অক্টোবর সুসজ্জিত কার্নিভাল এর মাধ্যমে সেসব পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন হবে। এ বছরের কার্নিভালে ১০০ টি ক্লাব এবং পূজা কমিটি অংশ নিতে পারে বলে প্রশাসনিক ভাবে জানা গেছে।