প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৬ অক্টোবর,,
খয়েরপুর বিধানসভার দেবরাম ঠাকুর পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিটিলা এলাকায় মৃত গৃহবধূ বিশাখা সরকারের বাড়িতে গেলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ দলীয় নেতৃবৃন্দ। চারদিন নিখোঁজ থাকার পর সোমবার বাড়ির পাশে জঙ্গলে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল বিশাখা সরকারের। অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। বিশাখা সরকার শাসকদলের মহিলা মোর্চার সদস্যা ছিলেন। অন্যদিকে এলাকার সিপিআইএম গণতান্ত্রিক নারী সমিতির সদস্য লক্ষী বিশ্বাস এই হত্যাকাণ্ডের মুখ্য অভিযুক্ত বলে পরিবারের অভিযোগ। ঘটনায় খুনের মামলা নিয়ে পুলিশ ইতিমধ্যেই লক্ষ্মী বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।

বুধবার কালিটিলায় গিয়ে মৃতার বাড়িতে ছুটে যান বিধায়ক রতন চক্রবর্তী। বিধায়ক মৃতার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন এবং সহমর্মিতা জানান একইভাবে তিনি ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে আইনি বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিধায়ক প্রাথমিকভাবে মৃতার পরিবারকে কিছু আর্থিক সাহায্য করেন এবং বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি দলীয় সদস্যকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সন্ধ্যায় পশ্চিম নোয়াবাদী এলাকায় প্রতিবাদ মিছিল করে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
এলাকাবাসী ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।