Home ত্রিপুরার খবর ত্রিপুরায় মন্ডল সম্পাদকের নেতৃত্বে চলছে লুটপাট এবং তোল্লাবাজি! স্ব-দলীয় অভিযোগ ঘিরে চাঞ্চল্য।

ত্রিপুরায় মন্ডল সম্পাদকের নেতৃত্বে চলছে লুটপাট এবং তোল্লাবাজি! স্ব-দলীয় অভিযোগ ঘিরে চাঞ্চল্য।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৮ ফেব্রুয়ারি,,

হীরার রাজ্যে শাসকদলের একাংশ মন্ডল নেতার নেতৃত্বে চলছে লুটপাট, সন্ত্রাস এবং তোল্লাবাজি! অভিযোগ তুলেছেন খোদ স্ব-দলীয় একাংশ কর্মকর্তা। অভিযোগ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে শাসক দলের মন্ডল সম্পাদক পদের অপব্যবহার করে গোটা এলাকাকে অপরাধের মৃগয়া ক্ষেত্রে পরিণত করতে চাইছেন। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে লুটপাট সহ সন্ত্রাস তৈরি করার বহু অভিযোগ রয়েছে মন্ডল সম্পাদক এবং তার দলবলের বিরুদ্ধে। মন্ডল সম্পাদকের অপরাধপ্রবণ মানসিকতা এবং তোল্লাবাজিতে অসন্তুষ্ট হয়েই স্ব-দলীয় একাংশ সোমবার সকালে তাকে গণধোলাই দিয়েছিলেন। মঙ্গলবার সকালে একই মন্ডলের ৮ নং বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস এই অভিযোগ তুলেছেন মন্ডলের সম্পাদক প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে।

সাংবাদিকদের সামনে অভিযোগ জানাচ্ছেন বুথ সভাপতি সহ অন্যান্যরা ন্যরা

অভিযোগ জানাতে গিয়ে সাংবাদিকদের সামনে বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন মন্ডল সম্পাদক সহ আরো বেশ কয়েকজন এলাকাতে তোল্লাবাজি করছে। সোমবার সকালেও তারা গরু বোঝায় গাড়ি থেকে মোটা অংকের টাকা দাবি করতে গিয়েছিল এবং গরুর গাড়ির চালককে মারধোর করেছিল। গরুর গাড়ির চালক কিছু কাগজপত্র দেখিয়ে ছিলেন। নিরীহ গাড়ি চালকদের উপর এই হামলার ঘটনা দেখতে পেয়ে বাধা দিতে গিয়েছিলেন বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস। তখন মন্ডল সম্পাদকের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা বুথ সভাপতিকে আক্রমণ করে। পরে দুই পক্ষের মধ্যে কিছু মারপিট হয়। ঘটনায় আহত হয়েছেন গোলাঘাটি মন্ডল যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস এবং অপরপক্ষের একই এলাকার ৮ নং বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস। এই ঘটনায় যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাসের পরিবার পরবর্তীকালে বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে। কিন্তু প্রকৃতপক্ষে উভয় পক্ষের মধ্যেই মারপিট হয়েছে এবং আহত রয়েছেন বলে দলীয় নেতাকর্মীদের বিবরণ।

হাসপাতালে চিকিৎসাধীন মন্ডল সম্পাদক

আহত ৮ নম্বর বুথ সভাপতি নিজের মেডিকেল রিপোর্ট দেখাচ্ছেন

ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলা ,পাল্টা মামলা করেছেন আমতলী থানায়। অবশেষে মঙ্গলবার বিষয়টি নিয়ে স্পষ্টিকরণ দিয়েছেন বুথ সভাপতি সহ শাসকদলের একাংশ নেতৃত্ব। তাদের আরো অভিযোগ গোলাঘাটি মন্ডলের সম্পাদক প্রসেনজিৎ রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করা থেকে শুরু করে রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে ছিনতাই এবং তল্লাবাজির ঘটনায় জড়িত। কাঞ্চনমালা এলাকায় রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করা থেকে শুরু করে গত দূর্গা পূজার সময় মোবাইলের গাড়ি ছিনতাইয়ের ঘটনায় মন্ডল যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস সহ মন্ডলের যুব মোর্চার হরিশংকর ,শেখর ,এবং দোলনের মদত রয়েছে। তাদের এসব বেআইনি কার্যকলাপ এলাকাতে শাসকদলের সুনাম নষ্ট করছে।

নাগরিকমহল মন্ডল সম্পাদকের নেতৃত্বে এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রয়েছেন। তারা এসব ঘটনায় তথ্যপ্রমাণ সহ দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়ে মন্ডল সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত সোমবার ভোর রাতে স্থানীয় কাঞ্চনমালা বাজারে গরু বোঝাই গাড়ি আটক করা নিয়ে মারপিট হয়েছিল শাসকদলের দুই পক্ষের মধ্যে। এরপরই মন্ডল নেতাদের বিভিন্ন অবৈধ কার্যকলাপ সামনে আসতে শুরু করেছে।অন্যদিকে তোল্লাবাজি নিয়ে শাসক দলের মন্ডল নেতাদের মধ্যে মারপিট এবং অভিযোগ, পাল্টা অভিযোগ ঘিরে নাগরিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্ব-দলীয় এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্য দিয়ে হীরার রাজ্যে শাসকদলের নেতাদের কর্মকাণ্ড প্রকাশ্যে চলে এসেছে বলে সমালোচনা শুরু হয়েছে বিরোধী মহলে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version