Home ত্রিপুরার খবর নাগরিক সেবায় আগামী দিনে ভার্চুয়ালি”মুখ্যমন্ত্রী সমীপেষু”কার্যক্রমের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী।

নাগরিক সেবায় আগামী দিনে ভার্চুয়ালি”মুখ্যমন্ত্রী সমীপেষু”কার্যক্রমের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৭ ফেব্রুয়ারি,,

সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা শুনে তার সমাধানের চেষ্টা করা এবং নাগরিকদের প্রত্যাশা পূরণের জন্য আগামী দিনে ভার্চুয়াল অর্থাৎ অনলাইনে “মুখ্যমন্ত্রী সমীপেষু”কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে “মুখ্যমন্ত্রী সমীপেষু”শীর্ষক ২৭ তম পর্বে সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পর নিজের সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা। “মুখ্যমন্ত্রী সমীপেষু” কার্যক্রমে সাধারণ নাগরিকরা নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। নাগরিকদের সমস্যা শোনার পর মুখ্যমন্ত্রী সেই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দেন। কিছু কিছু ক্ষেত্রে তৎক্ষণাৎ সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়। সাধারণ নাগরিকদের সাথে মুখ্যমন্ত্রীর এই কার্যক্রম রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

দূর দূরান্ত থেকে মানুষজন নিজেদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু সময়ের জন্য মাঝেমধ্যে সবাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন না। এতে অনেক নাগরিকের মনে দুঃখ কষ্ট থেকে যায়। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই আগামী দিনে ভার্চুয়াল “মুখ্যমন্ত্রী সমীপেষু” কার্যক্রমের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। প্রসঙ্গত বুধবার মুখ্যমন্ত্রী সমীপেষু কার্যক্রমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা নিজেদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আসেন এবং কথা বলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version