Home জাতীয় খবর জোটের জল্পনা উড়িয়ে উপ নির্বাচনে দুই আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের,,,,

জোটের জল্পনা উড়িয়ে উপ নির্বাচনে দুই আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের,,,,

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৩ আগস্ট,,,

বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। রবিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য বামফ্রন্ট কমিটি আনুষ্ঠানিকভাবে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে। ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে গত বিধানসভা নির্বাচনে দলের হয়ে বিজিত প্রার্থী কৌশিক চন্দ্রকে। ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী করেছে মিজান হোসেনকে। প্রার্থী ঘোষনা হতেই তাদের সমর্থনে জোর প্রচার শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। সূত্রের খবর আগামীকাল থেকেই প্রার্থীরা মাঠে নেমে ভোট প্রচার করবেন। অন্যদিকে উপ নির্বাচনে সিপিআইএম-কংগ্রেসের জোট কিংবা আসন ভাগাভাগির যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। সূত্রে দাবি কংগ্রেস দাবি রেখেছিল ধনপুর বিধানসভা কেন্দ্র প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রার্থী করার জন্য। কিন্তু ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে খবর ছড়িয়ে ছিল মানিক সরকার সংসদীয় রাজনীতি ছেড়ে দিয়েছেন। তিনি পার্টির পদে থেকে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করলেও ধনপুর বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হননি কিংবা দল তাকে প্রার্থী করেনি। এবার উপনির্বাচনে দল তাকে প্রার্থী করতে চাইলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দলীয় সূত্রে খবর। এরপরেই পার্টি সিদ্ধান্ত নেয় ২৩ বিধানসভা নির্বাচনে বিজিত প্রার্থী কৌশিক চন্দ্রকেই উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী করা হবে। সূত্রের দাবি উপ নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী পছন্দ হয়নি বলেই কংগ্রেস তাদের সঙ্গে আঁতাত করেনি। যদিও এই জোটের জল্পনা নিয়ে কোন দলের তরফেই রবিবার পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি। একাংশের মতে উপায় দলের মধ্যে জোট নিয়ে আলোচনা জারি রয়েছে। আগামী দিনে পরিস্থিতির নিরিখে যে কোন সিদ্ধান্ত সামনে আসতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version