সংবাদ প্রতিনিধি, আগরতলা,,১৪ আগস্ট,,
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বোচ্চ গোয়েন্দা সম্মান পেলেন ত্রিপুরা পুলিশের আধিকারিক আইপিএস শংকর দেবনাথ। আইপিএস শংকর দেবনাথ বর্তমানে ত্রিপুরা পুলিশের এআইজিপি হেডকোয়ার্টার হিসেবে কর্মরত রয়েছেন। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে সোমবার সন্ধ্যায় দেশের স্বরাষ্ট্র মন্ত্রক আইপিএস শংকর দেবনাথকে সর্বোচ্চ গোয়েন্দা পুলিশের সম্মান তথা “অসাধারণ অসূচনা কুশলতা পদক ২০২১” এর জন্য মনোনীত করেছে । মঙ্গলবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আগরতলা আসাম রাইফেল ময়দানে আইপিএস শংকর দেবনাথকে এই পদক তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রসঙ্গত আইপিএস শংকর দেবনাথ দীর্ঘ বছর ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তথা গোয়েন্দা শাখার পুলিশ সুপার ছিলেন। গোয়েন্দা পুলিশ সুপার থাকাকালীন সময়ে তিনি বাংলাদেশে ঘাঁটি করে বসে থাকা উগ্রপন্থী সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছেন। তার প্রচেষ্টায় ত্রিপুরার নিষিদ্ধ বৈরী সংগঠনের বহু সংখ্যক সদস্য জঙ্গলের জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ত্রিপুরা পুলিশের নেশা বিরোধী অভিযানে আইপিএস শংকর দেবনাথ-র বিশেষ কৃতিত্ব রয়েছে। গোয়েন্দা শাখায় থাকাকালীন সময়ে তার এইসব কৃতিত্বের জন্যই তাকে শ্রেষ্ঠ গোয়েন্দা সম্মানে ভূষিত করেছে দেশের সরকার। প্রসঙ্গত ত্রিপুরার ২০২৩ বিধানসভা নির্বাচনের সময়ে আইপিএস শংকর দেবনাথ পশ্চিম জেলার পুলিশ সুপার ছিলেন। পশ্চিম জেলায় রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশের ভূমিকায় থেকে তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করে দল মত নির্বিশেষে প্রশংসার দাবি রেখেছিলেন।