প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ সেপ্টেম্বর,,
ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর জেলা পরিষদের নির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হল বৃহস্পতিবার। এদিন আগরতলা টাউন হলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী এবং সহ-সভাপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা , মন্ত্রী সুশান্ত চৌধুরী ,মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ত্রিস্তর পঞ্চায়েতে নবনির্বাচিত প্রতিনিধিদের রাজ্য সরকারের স্বচ্ছতা নীতি বজায় রাখে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান।