Home আন্তর্জাতিক সংবাদ চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ : বিশ্ব দরবারে গর্বিত ভারত

চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ : বিশ্ব দরবারে গর্বিত ভারত

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৩ আগস্ট,,

নতুন ইতিহাস তৈরি করল ভারত। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অগম্য স্থানে পৌঁছে গেল ভারতের চন্দ্রযান ৩ । বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ – এর সফল অবতরণের পর আনন্দে ভাসছে গোটা দেশ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) এই সফল চন্দ্র অভিযানের মধ্য দিয়ে গোটা বিশ্বের কাছে এক নজির তৈরি করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখে ল্যান্ডার বিক্রম । চন্দ্রযানের সফল চাঁদ অভিযানের পর ইসরো (ISRO) প্রধানকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার ব্যর্থতার পর চাঁদের মাটিতে পা রাখার সফলতা গোটা বিশ্বের কাছে ভারতের মর্যাদা আরো উপরে উঠে গেছে । সেই সাথে দেশের প্রতিটি নাগরিক এই সফল চন্দ্রযান নিয়ে গর্ববোধ করছে। ত্রিপুরা সহ দেশের সর্বত্রই সরকারি বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ এর সফল অভিযান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা হয়েছিল । বিভিন্ন স্থানে বাজি, পটকা এবং পূজা অর্চনার মাধ্যমে এই মহেন্দ্র ক্ষণকে স্মরণীয় করে রাখা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version