Home ত্রিপুরার খবর আগরতলা খবর গাজায় ইজরাইলের আগ্রাসনের নেপথ্যে মার্কিন সাম্রাজ্যবাদ ! অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক...

গাজায় ইজরাইলের আগ্রাসনের নেপথ্যে মার্কিন সাম্রাজ্যবাদ ! অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের।

0

আগরতলা,, ৯ নভেম্বর,,

গাজা ভূখণ্ডে ইজরায়েলের আগ্রাসন মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে।এই মুহূর্তে নারী শিশু হত্যা লীলা বন্ধ করতে হবে। বুধবার পাঁচটি বামপন্থী দলের আহুত প্যালেস্টাইনের উপর নৃশংস আক্রমনের তীব্র প্রতিবাদ মিছিলের পর প্যারাডাইস চৌমহনিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আহ্বান জানান।

তিনি বলেন এই আগ্রাসন ইজরায়েলকে দিয়ে করাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। তারাই আধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে ইজরায়েলকে। মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য সেই অঞ্চলের মাটির নিচের সম্পদকে বিশেষকরে গ্যাসের জন্য ইউক্রেন ও রাশিয়া থেকে মুখ ঘুরিয়ে নিতে অন্যদের বাধ্য করতে ও নিজের দখলে আনতে ।সেখানে জঘন্য অপরাধ চলতে পারে? তিনি প্রশ্ন তোলেন।আমাদের দেশের প্রধানমন্ত্রী সরাসরি ইজরায়েলের পাশে দাঁড়িয়ে আছেন তার মানে গাজার নৃশংসতাকেও সমর্থন করছেন? কেন? বলুন ভারতবাসীকে।তিনি বলেন সমস্ত বিশ্বে নিন্দার ঝড় উঠেছে দেখে পরে বিদেশ মন্ত্রকের সাহায্য সাক দিয়ে ভাত ঢাকার চেষ্টা করেছে প্যালেস্টাইনের পাশে থাকার একটি নিরীহ বিবৃতিতে ।তাহলে রাষ্ট্র সংঘের যুদ্ধ বিরতির প্রস্তাবের পক্ষে ভোট দিলেন না কেন?সেজন্য বিদেশ মন্ত্রক লজ্জিতও নয় ।তিনি বলেন অসভ্যতা কোন জায়গায় গিয়েছে ভাবুন, মার্কিন পররাষ্ট্র সচিব দেশে দেশে ঘুরে ইজরায়েলের নৃশংসতার পক্ষে জনমত গড়ে তুলতে চাইছেন।তিনি ভারতেও আসছেন সেজন্য আগামী ১৪ তারিখ পর্যন্ত সমস্ত বামপন্থী দলগুলো এর প্রতিবাদ চালিয়ে যাবেন।৭ই অক্টোবর থেকে এই রাজ্যেও এর প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।মানিক সরকার বলেন আমাদের দাবি গাজায় বন্ধ করতে হবে এই জঘন্য হত্যাকান্ড সেই সাথে ওষুধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সভায় বক্তব্য রাখেন ডাক্তার যুধিষ্ঠির দাস,পার্থ কর্মকার ।সভাপতিত্ব করেন নারয়ণ কর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version