প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৮ সেপ্টেম্বর,,,
দীর্ঘদিন বাদে ফের গাঁজা বাগানে অভিযান হল সোনামুড়া কলমচৌড়া থানা এলাকায়। নতুন করে থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নারু গোপাল দেবের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার থানা এলাকার বিশেষ কিছু জায়গায় অভিযান করেন। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গভীর জঙ্গলে অভিযানে বক্সনগর বন দপ্তরের দক্ষিণ ও পূর্ব দিকে ছড়িয়ে থাকা প্রায় ১০ কানি বনভূমিতে গাঁজার চারা গাছ ধ্বংস করা হয়েছে। অপরদিকে ভেলুয়ারচর এলাকার বাবা ব্রিকস ইন্ডাস্ট্রির উত্তর দিকে অভিযান চালিয়ে দুটি গাঁজার বাগান এবং দুটি নার্সারি ধ্বংস করা হয়। অভিযানে মোট ১৫ লক্ষেরও বেশি গাঁজার চারা গাছ এবং দুটি নার্সারি ধ্বংস হয়েছে। দুর্গোৎসবের আগে পুলিশের এই অভিযানে এলাকার মাদক কারবারীদের মাথায় হাত পড়েছে। এ দিনের অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি নারু গোপাল দেব সহ এসআই বিশ্বজিৎ দেববর্মা, এসআই শান্তি ত্রিপুরা এবং টি এস আর । ওসি নারু গোপাল দেব জানান যে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।