Home ত্রিপুরার খবর জেলার খবর কলমচৌড়া থানার পুলিশের অভিযান; ধ্বংস হলো ৫০ হাজার গাঁজা গাছ।

কলমচৌড়া থানার পুলিশের অভিযান; ধ্বংস হলো ৫০ হাজার গাঁজা গাছ।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,, ২৮ নভেম্বর,,

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করল কলমচৌড়া থানার পুলিশ। থানার ওসি নারু গোপাল দেবের নেতৃত্বে মানিক্যনগর এবং কলমচৌড়া এলাকার মধ্যেবর্তী স্তানে গভীর জঙ্গলে সরকারি বনভূমিতে এই গাঁজা বাগান করা হয়েছিল। মাদক চাষিরা অনেকদিন যাবত এই জায়গাতে গাঁজা চাষ করছিল।

এদিন পুলিশ প্রায় পাঁচ টি ফ্লটে আনুমানিক ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে দেয়। পুলিশের বিবরণ এই গাছ গুলি প্রায় প্রাপ্ত বয়স্ক হয়ে উঠেছিল। ঠিক এই সময়ে পুলিশের এই অভিযানে গাঁজা চাষীদের হাহাকার রব উঠেছে। এ দিনের অভিযানে ওসি নারু গোপাল দেব সহ উপস্থিত ছিলেন ইন্সপেক্টর এস এস রিয়াং, এস আই অরুন দেববর্মা,বিশ্বজিৎ দেববর্মা সহ ৩০ জন টি এস আর এবং পুলিশ কর্মী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version