প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ আগস্ট,,
কলকাতার আর জি কর হাসপাতালের চার তলায় এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল শুক্রবার সকালে। মৃতদেহ ময়নাতদন্তে রিপোর্টে উঠে আসে ধর্ষণ এবং খুনের তথ্য। দ্বিতীয় বর্ষের ওই পিজি ছাত্রীকে ধর্ষণের পর গলা টিপে হত্যার অভিযোগ রয়েছে।
তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ সহ দেশব্যাপী আলোরণ তৈরি হয়। ঝড় উঠে প্রতিবাদের। চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন রাজ্যে রাজ্যে চলছে কর্মরত চিকিৎসকদের প্রতিবাদ এবং কর্মবিরতি। পিছিয়ে নেই আমাদের রাজ্যও। আর জি কর হাসপাতালের পিজি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর ঘটনার সুস্থ তদন্তের দাবিতে মঙ্গলবার জিবি হাসপাতালে প্রতিবাদ কর্মসূচি পালন করল ডাক্তারদের একাংশ।
হাসপাতালের আবাসিক ডাক্তার এবং এজিএমসি-র ছাত্রছাত্রীরা এই প্রতিবাদে কর্মসূচিতে শামিল হয়। ছাত্র-ছাত্রীরা এজিএমসির সামনে থেকে এক নিরব প্রতিবাদ মিছিল বের করে। একদিনের জন্য তারা কর্মবিরতি পালন করে। পিজি ছাত্রের মৃত্যুর ঘটনায় তারা সিবিআই তদন্তের দাবি তুলেছে এবং ডাক্তার সহ ডাক্তার পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার দাবিতে আইনে প্রয়োগের দাবি জানিয়েছে। যদিও ডাক্তারের মত দায়িত্বশীল পেশায় নিয়োজিতদের চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করার ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।