Home ত্রিপুরার খবর আগরতলা খবর করোনা মুক্ত পৃথিবীতে ৫৫ কেজি রুপোর অসুর মুক্ত দুর্গা প্রতিমা: দুর্গাপূজায় বিশেষ...

করোনা মুক্ত পৃথিবীতে ৫৫ কেজি রুপোর অসুর মুক্ত দুর্গা প্রতিমা: দুর্গাপূজায় বিশেষ আকর্ষণ আগরতলার ছাত্রবন্ধু ক্লাবের

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৭ অক্টোবর,,

৫৫ কেজি অসুর মুক্ত রুপোর দুর্গা প্রতিমা তৈরি করে এবছর দুর্গাপূজায় দর্শনার্থীদের মন জয় করতে চাইছে আগরতলা ছাত্রবন্ধু ক্লাব। সেই সাথে থাকছে লাইট এবং সাউন্ড শোর মাধ্যমে গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণীর প্রদর্শন। মঙ্গলবার নেতাজি সুভাষ রোড স্থিত শহরের অন্যতম বনেদি ক্লাব হিসেবে পরিচিত ছাত্রবন্ধু ক্লাব কর্মকর্তারা ক্লাবগৃহে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আইনজীবী তপন সাহা। উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা , সম্পাদক সব্যসাচী সাহা এবং পূজার থিম রূপকার কলকাতার বিশিষ্ট শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার বলেন ১৯ এবং ২০ সালে আমাদের পৃথিবীর বুকে অশুরের মত ধেয়ে এসেছিল করোনা মহামারী। মা দুর্গার আশীর্বাদে আমরা সেই মহামারী থেকে মুক্তি পেয়েছি। তাই এ বছর ক্লাবের পূজোয় করোনা মুক্ত পৃথিবীতে পশুর মুক্ত মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। ৫৫ কেজি ওজনের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে কলকাতায়। সোমবার সন্ধ্যার বিমানে প্রতিমাটি আগরতলায় ক্লাব মণ্ডপে আনা হয়েছে।

১৮ অক্টোবর সন্ধ্যা ৮ টায় ছাত্রবন্ধু ক্লাবের পূজা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথি। এ বছর পূজা মণ্ডপের থিম হিসেবে রয়েছে “তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নও।”এই থিমে গীতায় উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী লাইট এবং সাউন্ড সহ মাধ্যমে মণ্ডপের ভেতরে প্রদর্শন করা হবে। সার্বজনীন এই দুর্গোৎসবে রাজ্যের সব অংশের নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version