সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৬ অক্টোবর,,
দিল্লি থেকে আকাশপথে আইজল যাওয়ার পথে সোমবার সকালে আগরতলায়(এমবিবি বিমানবন্দরে) আসলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে নিয়ে বেসরকারি ভাড়া বিমান আগরতলা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টার আইজলের উদ্দেশ্যে যান রাহুল গান্ধী। আগরতলা অবতরণের পর বিমানবন্দরে রাহুল গান্ধী কংগ্রেস দলের রাজ্য নেতৃত্বের সাথে দেখা করেন। আগরতলা এমবিবি বিমানবন্দরে রাহুল গান্ধীর সাথে দেখা করতে আগে থেকেই উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা , বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কয়েকজন নেতা। সেখানে স্বল্প সময় রাহুল গান্ধী তাদের সাথে দেখা করেন, কথা বলেন এবং পরে আইজলের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেদিন বিকেলে তিনি ফের আইজল থেকে চপারে আগরতলা বিমানবন্দরে আসবেন এবং পরে চার্টার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন বলে দলীয় সূত্রের প্রাপ্ত খবর।