Home জাতীয় খবর উপনির্বাচনে প্রহসন! ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া বাতিল করে পুনঃনির্বাচনের...

উপনির্বাচনে প্রহসন! ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানালে সিপিআইএম।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৫ সেপ্টেম্বর,,,

বহিরাগতদের হামলা হুজ্জতি সহ ছাপ্পা ভোটের অভিযোগ এনে ত্রিপুরার ২৩ ধনপুর এবং ২০ নম্বর বক্সনগর বিধানসভা কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানাল সি পি আই এম রাজ্য কমিটি। মঙ্গলবার বিকেল পাঁচটায় ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর আগরতলায় মেলারমাঠ দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানান দলীয় নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএমের বিবরণ নির্বাচনের নামে ত্রিপুরায় প্রহসন হয়েছে। ভোটের নামে রাজ্য প্রশাসনকে বগলদাবা করে নিয়েছিল বিজেপি। ভোট ঘোষণার পর মনোনয়নপত্র দাখিলের দিন থেকে শুরু হওয়া সন্ত্রাস চূড়ান্ত রূপ নিয়েছিল মঙ্গলবার ভোটের দিন।

সিপিআইএমের দাবি সাধারণ মানুষের ভোটার অধিকার হরণ করেছে বিজেপি। অভিযোগ বুথে বুথে হয়েছে ছাপ্পা ভোট। ধনপুর বিধানসভা কেন্দ্রে শাসক দলের সন্ত্রাসের মুখে সিপিআই মাত্র ১৯ টি বুঝে নির্বাচনী এজেন্ট দিয়েছিল। বক্সনগরে সিপিআইএম এজেন্ট ছিল মাত্র ১৬টি বুথে। ভোট শুরু হওয়ার একমাত্র মাথায় তাদেরকেও ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে একজনের ভোট অন্যজন দেওয়া থেকে শুরু করে গণহারে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ এনে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে সিপিআইএম। সিপিআইএমের দাবি গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিল করে নতুন করে নির্বাচন করতে হবে ধনপুর এবং গবেষণাগার বিধানসভা কেন্দ্র। জাতীয় শাসক দল বিজেপির অধিকাংশ নেতৃত্ব উৎসবের মেজাজে ভোট হয়েছে দাবি করেছেন। বিজেপির তরফে অভিযোগ কয়েক জায়গাতে সিপিআইএম সন্ত্রাস তৈরি করার চেষ্টা করেছে এবং বিজেপির কর্মী সমর্থকদের করেছে। তবে সব মিলিয়ে দিনের শেষে ভোটের হার ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে বলে শাসক দল সন্তোষ প্রকাশ করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version